আজিজুল হক নাসির: চুনারুঘাট উপজেলার আমু চা বাগানে হাতে নাতে ধৃত কুখ্যাত চোর আজিজ ওরফে জাইকরা চোরাকে পুলিশে সোপর্দ করেছেন স্থানিয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সনজু চৌধুরী। জানা যায়,গত ১২নভেম্বর আমু চা বাগানের দিনের বেলায় পুলপার থেকে মানিক বারাইকের একটি গরু চুরি করে নিযে পালাবার সময় একই বাগানের আড়ং বিল এলাকায় জনতার হাতে আটক হয় চোর জাকির।
চোর জাকিরকে আটক করে স্থানিয় ইউনিয়ন পরিষদে নিয়ে আসে জনতা। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত সনজু চৌধুরী সংগে সংগে পুলিশে খবর দেন। খবর পেযে ছুটে আসেন চুনারুঘাট থানার এস আই কবির আহমেদ।
গরু চোর জাকিরকে জনতার সামনে জিঞাসাবাদ করলে সে জানায়,তার বাড়ি উপজেলার ধুত পাতিল গ্রামে তার বাবার নাম রফিক মিয়া। সে কয়েকটি মোবাইল ফোন ও ২টি বাইসাইকেল চুরির কথাও স্বীকার করে।এলাকা বাসি সূত্রে জানা যায়, জাকিরকে ছাগল চুরি সাইকেল চুরি মোবকইল চুরিতে কয়েক বার ধরা হয়েছে।চুরির অভ্যাস ছাড়তে পারেনা বলে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জাকিরকে গ্রেফতার করে থানায় নিয়ে যান এস আই কবির। উল্লেখ্য,গত ১১ই নভেম্বর একই ইউনিয়নের কালিশিড়ি গ্রামে ঐ জনতার সহায়তাই গ্রেফতার হয় কুখ্যাত ডাকাত জাবেদ মিয়া।