আজিজুল হক নাসির: চুনারুঘাট উপজেলার ১নং গাজিপুর ও ২নং আহম্দাবাদ ইউনিয়নের মাদ্রাসা ছাত্র সহ বিষপানে ২জনের মৃত্যু ও অপর এক জন আহত
হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়,গত ১৩নভেম্বর উপজেলার ইকর তলী গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র ২সন্তানের জনক তারা মিযা বেলা সাড়ে এগারটায ধান ক্ষেতে বিষ প্রয়োগ করার নামে বাড়ি
থেকে বিষ নিয়ে নিজ ফল বাগানে বসে তা পান করে। জানাজানি হলে স্বজনরা তাকে সিলেট উসমানী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।এব্যাপারে
স্থানীয় ইউপি মেম্বার মানিক জানান, নিহত তারা মিয়া(৩৫) অতিরিক্ত গাঁজা খেতে খেতে অনেকটা মানসিক রোগীর মত হয়ে গিয়েছিল।
অপর দিকে গত ১২ নভেম্বর ২নং আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের বাবুল মিয়ার পুত্র আমতলী গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শাহ আলম (১৩) সন্ধ্যা ৭ঘটিকায় বিষপান করে।তাকে চুনারুঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়।লাশ ময়না তদন্ত শেষে পরদিন বাড়ি এনে দাফন করা হয়।
বগাডুবি গ্রামের দুলাল মিয়া মারফত জানা যায়,শাহ আলম ছোট বেলা থেকেই অনেকটা পাগলের ন্যায ছিল।
এদিকে পিত্রালয়ে আটক স্ত্রীর উপর অভিমান করে বিষপানে আহত হয় উপজেলার গাজিপুর ইউনিয়নের ক্বানীশাহ বস্তি গ্রামের রমিজ
আলীর পত্র আস্বক আলী(২০)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বেলা ২ ঘটিকার সময় বাবার বাড়ীতে ১মাস আটক থাকা স্ত্রীর তাহমিনা আক্তার ১৭ এর উপর অভিমান করে আত্মহত্যার জন্য বিষপান
করে রমিজ আলীর পুত্র আশ্বক আলী। এলাকার লোকজন জানান, গত ৪মাস আগে প্রেম করে বিয়ে করে একই গ্রামের ছিদ্দিক মিয়ার কন্যা তাহমিনা আক্তার ও আশ্বক আলী। ৩মাস
সংসার করার পর গত ১মাস আগে পালিয়ে গিয়ে বাবার বাড়ীতে আটক হয় তাহমিনা।
গ্রাম্য মুরব্বিয়ানদের দ্বারা সৃষ্ট সমস্যার কোন সমাধান না হওয়ায় আত্মহত্যার জন্য বিষপান করে আশ্বক আলী ।আহত আস্বক আলীকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হলে সুস্থ হয়ে বাড়ি ফিরে।