নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের উন্নয়ন কাজের উদ্বোধনী আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত অলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আব্দুর রকিব।অনুষ্টানটির সঞ্চালনায় ছিলেন যুগান্তর প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার অ্যাডভোকেট আলহাজ্ব আবু জাহির এমপি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সহ সভাপতি হাজী মুক্তার হোসেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ খান, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, প্রভাষক ফিরোজুল ইসলাম চৌধুরী প্রমূখ।
এর আগে প্রধান অতিথি প্রেস ক্লাবের সংস্কার ও উন্নয়ন কাজের নাম ফলকের উদ্বোধন করেন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খাঁন সাদেক, করাঙ্গীনিউজ বার্তা সম্পাদক কামরুল হাসান, আব্দুল্লাহ সর্দার, বুলবুল খাঁন, ফজল উদ্দিন তালুকদার, মাসুদুর রহমান বাবু, আব্দুল মুকিত, অাচকির মিয়া, গাজিউর রহমান ইমরান, ফখরুল হামিদ, সুজন চৌধুরী, জিতু মিয়া লষ্কর, আব্দুল হেকিম, দৈনিক শায়েস্তাগঞ্জ এর সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, জামাল আহমেদ রাজ, নুওরুজুল ইসলাম চৌধুরী, মঈনুল হাসান রতন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মিজানুর রহমান সুমন, মাসুক ভান্ডারি, শামিম চৌধুরী, মহিবুর রহমান প্রমূখ।