নবীগঞ্জ প্রতিনিধিঃ
ইনডিপেডেন্ড টিভির সিলেট ব্যুরো প্রধান ও বাংলা নিউজ আপডেট পত্রিকার সম্পাদক আল আজাদকে হুমকির তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। নিন্দা জ্ঞাপনকারীরা হলেন- প্রেসক্লাবের সভাপতি এটি এম সালাম, সহ-সভাপতি এম এ আহমদ আজাদ, আশাহিদ আলী আশা, সাধারন সম্পাদক সরওয়ার শিকদার, যুগ্ম সম্পাদক আকিকুর রহমান সেলিম, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাকিল হোসেন, এম মুজিবুর রহমান, সলিল বরন দাশ, সেলিম তালুকদার, সুলতান মাহমুদ, মতিউর রহমান মুন্না, মুজাহিদ আহমদ চৌধুরী, জাকিরুল ইসলাম, তছনু চৌধুরী, মোহাম্মদ শওকত আলী, মোঃ তাজুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে হুমকির সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।