এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আলোচিত চয়ন হত্যা মামলা ও এক বছর ধরে পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার কাজির বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্য ধর্মজিত সিনহার নেতৃত্বে অভিযান চালিয়ে চয়ন হত্যা মামলার আসামী বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ইসমাইল মিয়া (৫০) কে আটক করে।
অপর দিকে মঙ্গলবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার মধ্যসমত গ্রামের ললিত লাল রায়ের ছেলে পতাকী রায়কে আটক করেছে পুলিশ।
সে সাজাপ্রাপ্ত আসামী ও বিগত এক বছর ধরে আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধ্যসমত গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।