চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব জি কে গউছকে কারাগারে পাঠানোর প্রতিবাদে চুনারুঘাটে পৌর কৃষকদল বিক্ষোভ সমাবেশ করেছে।
রবিবার সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার চত্বরে পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক সারোয়ার নেওয়াজ শামীমের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ করেছে।
বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মানিক মিয়া, আইয়ূব আলী, আব্দুর রশিদ লাল মিয়া, আমীন আলী মীর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুছ আলী কাউন্সিলর, যুবদল নেতা মোঃ মাসুক মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান রুমন, শাহীন, টিপু, মীর নাজিম উদ্দিন নাজ, তৌফিকুল ইসলাম, আবুল খয়ের, সুজন, রাব্বি, রাসেল, সোহেল মজুমদার, জামিল, জসীম উদ্দিন, সেলিম মিয়া, আহাদ আলী মীর প্রমুখ।
সভায় বক্তাগণ অবিলম্বে কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপির আহ্বায়ক মেয়র আরিফুল হক, গহেশ্বর চন্দ্র রায় ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব জি কে গউছ এর উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।