সৈয়দ শাহান শাহ্ পীর : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং অঞ্চলের শাহজীবাজার ওমেন্স কর্ণার উদ্ধোধন হবে কবে?আজও হবে কি?
জানা যায়, কয়েক বছর পূর্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি উক্ত বাজারে একটি মহিলা মার্কেট নির্মাণ করে। কিন্তু আজ কয়েক বছর অতিবাহিত হতে চললেও ওমেন্স কর্ণারের আর উদ্ধোধন হয়নি।
মনে হয় যেন সরকারী মাল দরিয়ামে ডাল। কোনো কিছু নির্মাণের পর এলাকার উন্নয়নে স্বার্থে তা চালু করা হয়।তবে এটা চালু হচ্ছে না।
তাই শীঘ্রই শাহজীবাজারের ওমেন্স কর্ণার উদ্বোধনের জন্য এলাকাবাসী জোর দাবী জানাচ্ছেন।
এ ছাড়া উক্ত ওমেন্স কর্ণারটির সুতাং বাজার নামের পরিবর্তে শাহজীবাজার ওমেন্স কর্ণার নামে যেন সাইনবোর্ডটি হয়। সেটারও দাবী জানিয়েছেন এলাকাবাসী। কারণ, এ বাজারটি সুতাং বাজার নয়, শাহজীবাজার।