আজিজুল হক নাসির: জন্ম দিনের কেক কাটার মাধ্যমে চুনারুঘাটে পালিত হযেছে বাংলাদেশ আওযামী যুবলীগের ৪৪ তম জন্ম বার্ষিকী।
চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ:সামাদ,উপজেলা আওযামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামিম,সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আবুল খাযের, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক কে এম আনোযার হোসেন,চুনারুঘাট উপজেলার সকল ইউনিযন নেত্রীবৃন্দ ও শত শত যুবলীগ কর্মীর অংশ গ্রহনে গতকাল ১১ নভেম্বর পালিত হযেছে ১৯৭২ সালে বঙ্গবন্ধু পুত্র শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠিত বাংলাদেশ যুবলীগের ৪৪ বছর পদার্পনের দিবসটি উপজেলা শহীদ মিনারে কেক কাটা শেষে এক বিশাল বর্নাট্য রেলী বের করে জয বাংলা শ্লোগানে রাজপথ মূখরিত করে চুনারুঘাট উপজেলার যুবলীগ কর্মীরা।
রেলী শেষে উপজেলা যুবলীক সভাপতি লুৎফুর রহমানের সৌজন্যে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয।