বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেট ২ আসনের সাবেক দুই এমপির একান্ত সচিব (পিএস) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন-সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুল হক ও সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর একান্ত সচিব কবিরুল ইসলাম।
সূত্রে জানাযায়, নিখোঁজ ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুল হক আসন্ন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করতে আগ্রহী। তবে দলের সমর্থন পেলে তিনি নির্বাচন করবেন। শফিকুর রহমান চৌধুরীর একান্ত সচিব কবিরুল ইসলাম ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী। তিনিও দলের সর্মথন পেলে নির্বাচন করতে আগ্রহী রয়েছেন।
মঈনুল হক-কবিরুল ইসলাম দলের মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন বলে জানাগেছে। তারা নিজনিজ এলাকায় প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
সাবেক দুই এমপির সঙ্গে থাকতে থাকতে তারাও এখনও জনগনের সেবা করতে চান। যার ফলে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে তারা আগ্রহ প্রকাশ এব্যাপারে কবিরুল ইসলাম বলেন, ১৯৯৭ সালে সিলেট এমসি কলেজ থেকে এম এ পাশ করার পর থেকে জনগণের সেবা করে আসছি। ২০০৩ সালের ইউপি নির্বাচনে ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করি। তবে ওই নির্বাচনে অল্পভোটে পরাজিত হই।
তিনি বলেন, দলের হাইকমান্ড যদি আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন দেয়,তাহলে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন বলে তিনি জানান।
মঈনুল হক বলেন, যদি বিএনপি স্থানীয় নির্বাচনে যায়, আর দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে ইউপি নির্বাচন করব। তবে এলাকার নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।