এম এ আই সজিব , হবিগঞ্জ প্রতিনিধি : শহরতলীর পোষ্ট-অফিস এলাকা থেকে গতকাল রাতে জনতা আটক করে। ঘটনাটি গতকাল রাত ১১টার সময় ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ঐ এলাকায় চুরি করতে গিয়ে ঐ যুবক জনতার হাতে ধরা পরে। তখন উত্তেজিত জনতা তাকে উত্তম মধ্যম দেয়। আটক কৃত যুবক বানিয়চং উপজেলার বিথঙ্গল গ্রামের মৃত আলম খান এর পুত্র সাগর মিয়া (১৭) বর্তমানে সে খোইয়ার মুখ এলাকায় থাকে।
খবর পেয়ে সদর থানার পি.এস. আই পলাশ দাশ ঘটনাস্থলে গিয়ে ঐ যুবকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।