নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামে গত সোমবার দিবাগত গভীর রাতে মনসুর চৌধুরী নামে এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি সংগঠিত হয়েছে। ১০/১২জনের সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে ২ ভরি স্বর্নালংকার, ৩টি দামি মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ীর লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়।