হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের নছরতপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গণধোলাইয়ের শিকার আহত ডাকাত জয়নাল মারা গেছে।
রবিবার (৮নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে সে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
এদিকে আটক অপর ডাকাত বিলালকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য,বৃহস্পতিবার (৫নভেম্বর) দিবাগত গভীররাতে ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত নছরতপুর গ্রামের সৌদি প্রবাসী বশির মিয়ার বাড়িতে ডাকাতি চালায়। এসময় ৩ ডাকাতকে জনতা আটক করে গণধোলাই দেয়।
এর মধ্যে জয়নাল ও বিলালের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর ডাকাত রাজু মিয়াকে শুক্রবার কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।