বিশেষ প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় অদ্য ০৯ নভেম্বর ২০১৫ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩৪ বোতল হুইস্কি, ০৬ কেজি গাঁজা, ১৭ বোতল ইস্কফ এবং বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করা হয়।
কসবা উপজেলার মন্দবাগ সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মঈনপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ শহিদুল আলম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ বোতল হুইস্কি আটক এবং সিংগারবিল বিওপির টহলদল কর্তৃক ০৬ কেজি গাঁজা ও ০৩ বোতল হুইস্কি আটক করা হয় ।
এছাড়া ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল এর মাধ্যমে ৬১ বোতল হুইস্কি, ১৪ বোতল ইস্কফ এবং বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করা হয়।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি বিজিবির অভিযানে ১৩৪ বোতল হুইস্কি, ০৬ কেজি গাঁজা, ১৭ বোতল ইস্কফ এবং বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক সত্যতা নিশ্চিত করেন।