এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : শহরে এক যুবতিকে উত্তেক্ত করার দায়ে ১ যুবকে আটক করেছে সদর থানা পুলিশ।
জানা যায়, শায়েস্থাগঞ্জে নিজগাও গ্রামের মৃত আঃ রউফ এর ছেলে মোঃ রুবেল (২৮) গতকাল রবিবার হবিগঞ্জ শহরের আসলে ১টি টমটমে উঠে ঐ সময় মহিলা পুলিশ হোসনেয়ারা (২৪) টমটমে ছিল।
টমটম শহরের সার্কিট হাউজের সামনে আসার পর ২জন যাত্রি নেমে যায়, এই সুযোগে বকাটে রুবেল হোসনেয়ারাকে উত্তেক্ত করে। টমটমটি সদর থানার সামনে পৌছলে পুলিশ মেয়েটি চালাকি করে নেমে সদর থানায় জানায়, সাথে সাথে সদর থানার এস আই মিজানুর রহমান, এ এস আই নুরে আলম ঐ বকাটে রুবলকে ধরে আনেন। পরে বকাটে রুবল তার দোষ স্বিকার করলে তাকে হাজত খানায় রাখা হয়।