এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : মাধবপুর থানার এস আই মুমিনুল ইসলামের বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলাবাসী। গতকাল বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঢাকা সিলেট মহাসড়কে কয়েক শ-শ লোক এতে অংশ গ্রহন করে।
৩০ মিনিট ব্যাপী মানববন্ধন চলে। পরে উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ মোঃ জয়নাল, উপজেলা তরুনলীগের আহব্বয়ক রফিক ভুইয়া প্রমুখ। এসআই মুমিনের বিরুদ্ধে ভারত থেকে আগত অবৈধ মালের সহযোগীতা, দূর্নীতি, চোরাকারবারিদের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয় এবং অনতিবিলম্বে তার বদলি দাবী করেন তারা।
বক্তারা বলেন, ১২ বছর ধরে এস আই মুমিন মাধবপুর থানায় রয়েছেন। বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনতিবিলম্বে তার বদলি দাবী করেন বক্তারা।