চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে দুদল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায় ওই গ্রামের ইছাক মিয়ার কন্যাকে যৌন হয়রানি করে আসছিল একই গ্রামের আব্দুস সালাম। এ নিয়ে উভয়পক্ষে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ভাংচুর করা হয়।
গুরুতর আহত অবস্থায় লাল বানু (৪৫), ইছাক মিয়া (৫০), আব্দুল কাদির (৩৫), তৈয়ব আলী (৬৫), আব্দুল খালেক (২৭) ও আব্দুস সালাম (২২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।