স্টাফ রিপোর্টার ॥ মেয়র প্রার্থী এডভোকেট মর্তুজ আলী বাংলাদেশ আওয়ামী তরুনলীগের কেন্দ্রীয় কার্যকারী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় হবিগঞ্জের তরুনলীগের উদ্যোগে পৌর শহরের পথ সভা ও বিশাল আনন্দ মিছিল বের করে। গতকাল রোববার দুপুর ২টায় হবিগঞ্জ পৌর এলাকার মোতালিব চত্ত্বর কোর্টস্টেশন সড়কস্থ এক পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী তরুনলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা তরুনলীগের আহবায়ক মেয়র প্রার্থী এডঃ মোঃ মর্তুজ আলী। হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা তরুনলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক জিয়া উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন তরুনলীগের যুগ্ন আহবায়ক যথাক্রমে শাহিন আহমেদ, হুমায়ন তালুকদার, তোফায়েল আহমদ চৌধুরী ফজল, আরিফ আহমেদ, এডঃ আহাম্মদ আলী, মমিনুল করিম, নাজমুল চৌধুরী, কিবরিয়া, তরুনলীগ নেতা এডঃ শাহআলম, হবিগঞ্জ পৌর তরুনলীগের আহবায়ক শাহ মোঃ বাহার, যুগ্ন আহবায়ক শফিকুর রহমান শফিক, কাজল রায়, চন্দন চৌঃ, শফিক মাহি, অপু।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-৮টি উপজেলা থেকে চুনারুঘাটের তরুনলীগের আহবায়ক মহিতুর রহমান রুমন ফরাজী, যুগ্ন-আহবায়ক আশিক, মাধবপুর তরুনলীগের রফিক ভূইয়া, আজিমীরিগঞ্জ তরুনলীগের সভাপতি জাহিদুল হাসান জীবন, বাহুবল তরুনলীগের আহবায়ক আব্দুল মজিদ, যুগ্ন-আহবায়ক হায়াত আলী, নবীগঞ্জ তরুনলীগের আহবায়ক পারভেজ, বানিয়াচং যুগ্ন আহবায়ক রাশেদ মিয়া, প্রমুখ।
পথ সভা শেষে পৌর শহরের বিভিন্ন সড়কে বেন্ডপার্টি, ঐতিয্যবাহী লাঠি খেলা, র্যালি ও মটর শোভাযাত্রার মাধ্যমে সমাপ্তি হয়।