হবিগঞ্জ: মহাসড়কে অবৈধভাবে সিএনজি চলাচলের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে হবিগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
রবিরার বেলা সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন জেলা প্রশাসক সাবিনা আলম ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
উল্লেখ্য, শনিবার রাত ৯টায় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সকাল ৬টা থেকে ধর্মঘট ডাকা হয়। জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, সরকার থেকে নিষেধাজ্ঞা জারির পরও মহাসড়কে ব্যাপকভাবে সিএনজি চলাচল করছে।
অবৈধ সিএনজি বন্ধের প্রতিবাদে রবিবার ভোর ৬ টা থেকে জেলার সকল সড়কে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছিল।
১ ডিসেম্বরের মধ্যে মহাসড়কে অবৈধ সিএনজি চলাচল বন্ধের আশ্বাস দেয়ায় আমরা এ ধর্মঘট প্রত্যাহার করেছি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর সিলেট বিভাগ নিয়ে ২ ডিসেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘট চলবে।