বিশেষ প্রতিনিধি : সৌদিআরবের জেদ্দায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা।
কাবাবিশ রেস্টুরেন্ট জেদ্দা,সৌদি আরবে বাংলাদেশ জাতীযতাবাদী দল বিএনপি সৌদি আরব পশ্চিমাঞ্চল নব নির্বাচিত আহবাযক কমিটির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হযেছসৌদি আরব বিএনপির (পশ্চিমাঞ্চল) আহবাযক কমিটির সদস্য সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে সভায বক্তব্য রাখেন,জেদ্দা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,সভাপতি কেফাযেত উল্লাহ চৌধুরী,মোহাম্মদআলী, জিএম কুটি, হাফিজুর রহমমান গিয়াস উদ্দিন,ফয়সল আহমম্মেদ প্রমুখ।