বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকপুর গ্রামে ঈদগাহের জমি থেকে মাটি কেটে নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ ও বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় লোকজন জানায়, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকপুর গ্রামে ঈদগাহের জন্য প্রস্তাবিত স্থান থেকে একই গ্রামের মাস্টার বাড়ির জনৈক আব্দুল হাই মাটি কেটে নিতে চাইলে আব্দুর রউফ ও রেজাক মিয়া তাতে বাঁধা দেয়।
এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাকাল স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষে অন্ততঃ ৩০ জন লোক আহত হয়।
আহতদের মাঝে গুরুতর অবস্থায় মানিকপুর গ্রামের তাহির মিয়া (৪৫) ও জমির আলী (৩৫) কে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে এবং ওয়াহিদ (৩০), আরজু (৯০), কালা মিয়া (৩৫), জমির আলী (৩৫), সফিয়া (১৮), জয়নুল্লাহ (৪৫), আব্দুল আহাদ (৩৫), আনোয়ারা (৪৫), অলি উল্লা (৪০), মানিক মিয়া (৪৫), রুহেল (২৮), সুধাংশু দাশ (৪৫), সামছু (২৮), আইয়ূব (২৫), রুহুল আমিন (২৪), সুয়ন্ত (৭৫), নোমান (২২), আব্দুল বাছির (২০), আইন উল্লা (২০) ও মরতুজ আলী (২৫) কে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।