দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : শায়েস্তাগঞ্জ হাফিজিয়া মাদধাসা এতিমখানা খানখা শরীফ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার সকালে বেসরকারী উদ্যোগে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যেয়ে শায়েস্তাগঞ্জ উবাহাটা আজিজিয়া রহমানীয়া হাফিজিয়া মাদধাসা খানখা শরীফ ও এতিম খানা তিন তলা ভবনের প্রথম তলার ভিত্তি প্রস্তর স্থাপন করেন অত্র মাদধাসার প্রতিষ্টাতা হবিগঞ্জ দারুসুন্নাহ ফাজিল মাদ্রাসার উপাধ ̈ক্ষ আলহাজ্ব মুফতি মাওলানা শফিকুর রহমান পীর। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ রজব আলী মেম্বার, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের য্গ্মু সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, ক্বারী মোঃ আব্দুল গাফফার, প্রভাষক মনছুরুল হক, হাফেজ হারুন মিয়া, মহিবুর রহমান কামরুল, ফজলুর রহমান ইমামুল, জালাল আহমেদ, ঠিকাদার মোঃ জুবায়ের মিয়া, আব্দুর রহিম রায়হান, সাইফুর রহমান মাসুদ, মোঃ রনি তালুকদার, সাইদুর রহমান মনছুর প্রমুখ।