এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
মাধবপুর উপজেলার শাহজীবাজার-বাখরনগর গ্রামে পাওয়ার প্ল্যান্টের সহকারি প্রকৌশলীর বাসায় দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে।
এসময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণাংলকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। ডাকাতদের হামলায় প্রকৌশলীসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে।
গত শুক্রবার দিবাগত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, হোসাফ পাওয়ার প্ল্যান্টের সহকারি প্রকৌশলী জাবেদ মিয়া মোল্লা (৩০) ও তার ভাই ব্যবসায়ী জুনায়েদ মোল্লা (২৫) গতকাল ওই সময় স্বপরিবারে ঘুমিয়ে পড়লে ১০-১৫ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে হাত-পা বেঁেধ ফেলে।
এসময় ঘরে থাকা ষ্ঠীলের আলমারী থেকে নগদ ২ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণং এবং বেশ কয়েকটি মোবাইল ফোনসহ মূল্যবান কাপড়-ছোপড় লুট করে নেয়। এসময় তারা চিৎকার করতে চাইলে তাদেরকে মারধর করে আহত করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ জানান, ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে।