এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জের হাবিবপুর গ্রামে ভাতিজাদের হামলায় আহত আলাই মিয়া সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে মারা গেছে। গতকাল সন্ধ্যার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, গত বুধবার সকাল ১১ টার দিকে জমিতে পেনা পালা নিয়ে হাবিবপুর গ্রামের আলাই মিয়ার সাথে তার ভাতিজা তাজুল মিয়া সিরাজ মিয়া কথা কাটাকাটি হয়। কাজ শেষে আলাই মিয়া দুপুরে বাড়ি ফিরলে তার ভাতিজা তাজল মিয়া, সিরাজ মিয়া, অলি মিয়া, রুয়েল মিয়া তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৪ টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।