নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামে ছুরিকাঘাতে লায়েছ চৌধুরী (১৩) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
লায়েছ হবিগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামের নয়ন চৌধুরীর ছেলে। সে স্থানীয় উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, লায়েছের সঙ্গে একই গ্রামের মহারাজ মিয়ার ছেলে রিপন মিয়ার (২৩) বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রিপন গ্রামের পাশের একটি ধানের জমিতে লায়েছকে কৌশলে ডেকে নিয়ে যায়।পরে সেখানে তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই লায়েছের মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত যুবককে আটকে পুলিশের অভিযান চলছে।