প্রেস বিজ্ঞপ্তি ॥ ওয়েষ্টমন্ড পাওয়ার লিঃ এর সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি কাজী তাজুল ইসলাম ফারুকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার ভোর ৬ টায় কাজী তাজুল ইসলাম ফারুক এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক হারুন সাই সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যান্যরা হলেন নওরোজুল ইসলাম চৌধুরী, মইনুল হাসান রতন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল হক রেনু, মিজানুর রহমান সুমন, এডঃ হুমায়ুন কবির সৈকত, প্রভাষক ফিরুজুল ইসলাম চৌধুরী, সমীরন চক্রবর্তী শংকু, সমুজ আলী আহমেদ, কাউন্সিলর আ.স.ম আফজল আলী রুস্তম, প্রভাষক জালাল উদ্দিন রুমী, এ.কে.এম ফজলুল হক চৌধুরী সেলিম, কামরুজ্জামান আল রিয়াদ, এডঃ আব্দুল আলিম তালুকদার, সৈয়দ শাহিনুর রহমান, কামরুল হাসান, রামেন্দ্র কিশোর মিত্র, আমির ফারুক তালুকদার, সৈয়দ এম আর মাসুক, এম শামীম চৌধুরী, মোঃ মহিবুর রহমান।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তারা মৃতের রূহের মাগফিরাত কামনা ও শোকসÍপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।