খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে পরিবার পরিকল্পনা, মা-শিশু কৈশোরকালীন স্বাস্থ্য সেবা, প্রচার সপ্তাহ ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারে মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এস.এম তৌকির আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিল্পনা অফিসার ডাঃ দেবাশিস দাস, ডাঃ মুসলিম উদ্দিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডাঃ অনুকুল চন্দ্র দাস, ডাঃ আনোয়ার আহমেদ তালুকদারসহ প্রত্যেক ইউনিয়নের পরিবার পরিকল্পনার পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকাগন ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের পরিদর্শকগন । সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন মা-শিশুর স্বাস্থ্য ও প্রচার সপ্তাহ আগামী ৭-১২ নভেম্বর সফল ও পালন করতে সাবইকে আহবায়ন জানান।
সেবায় সপ্তাহে সকল সেবার পাশাপাশি প্রসব পরবর্তী পরিকল্পানার বিশেষ সেবা প্রদান করা হচ্ছে এবং প্রসব পরবর্তী পরিকল্পনা গ্রহণ করুন অপরিকল্পিত গর্ভ ধারণ রোধ করুন।