বানিয়াচঙ্গ (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আপন মিয়া (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আপন মিয়ার পিতার নাম স্বপন মিয়া। তার বাড়ি কুমিল্লা জেলায়।
আহত অন্য দুজন হলেন, কবির হোসেন (৪০) ও নিহত আপনের নানী সিজিলা বেগম (৪৪)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজি বানিয়াচঙ্গ যাওয়ার পথে সুবিদপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আপনসহ তিনজন আহত হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আপন মিয়াকে মৃত ঘোষণা করেন।আপন বানিয়াঙ্গে তার নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।