মোঃ রহমত আলী ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আবদুল মজিদ খান বলেছেন, সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ নীতিমালার সংকলন। রাষ্ট্রের নাগরিক অধিকার, আইন-কানুন ও নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়-দায়িত্বের সমুদয় বিষয় সংবিধানে লিপিবদ্ধ থাকে।
আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পাশাপাশি আমাদের পবিত্র সংবিধান প্রতিষ্ঠা করেছি। এ সংবিধান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার গাইডলাইন। ’৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের গণ-পরিষদে মহান সংবিধান গৃহীত হয়। এ কারণে আমাদের দেশের ইতিহাসে এ দিনটি অনেক গুরুত্ব বহন করে।
হবিগঞ্জে প্রথমবারের মত দিবসটি পালনের মাধ্যমে জেলার সামাজিক ইতিহাসে একটি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কনস্টিটিউশন কনশাস সোসাইটি’র আয়োজনে ও ফয়সল ওয়াহিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবদুর রউফ ও হবিগঞ্জ ল’ কলেজের প্রভাষক এডভোকেট রেজাউল করিম। সভায় সহ-সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইমতিয়াজ হোসেন।