চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে বাংলাদেশের সরকারের স্বাস্থ্য বিভাগের দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত (খখওঘ) মশারী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় বাংলাদেশ সরকার ও ব্র্যাকের সহযোগিতায় সচেতন সাহায্যে সংস্থা উপজেলার বাসুল্লা বাজার এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে ম্যালেরিয়া প্রতিরোধ কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ, ইউপি চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম, ব্র্যাকের সিনিয়র ম্যানেজার (ম্যালেরিয়া) দিলীপ কুমার সাহা, সচেতন সাহায্য সংস্থার পরিচালক শাহ মনিরুল কবির, ব্র্যাকের সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট আনিছুর রহমান।
এছাড়া ব্র্যাক ও সচেতন সাহায্য সংস্থার কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ৫শ পরিবারের মধ্যে ৯৬০টি কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়। আগামী ২মাসের মধ্যে এ উপজেলায় ৩৫হাজার মশারী বিতরণ করা হবে।