খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ বাংলাদেশ আওয়ামী তরুনলীগ চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে জেলা তরুনলীগের নব-নির্বাচিত যুগ্ন-আহবায়ক এডভোকেট আহাম্মদ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় তরুনলীগের চুনারুঘাট অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা ও বর্ধিত সভার আয়োজন করা হয়।
চুনারুঘাট তরুনলীগের আহবায়ক মহিতুর রহমান রুমন ফরাজী’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন-আহবায়ক আশিকুর রহমান আশিকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি জেলা তরুনলীগের যুগ্ন আহবায়ক এডঃ আহাম্মদ আলী।
বক্তব্য রাখেন, উপজেলা তরুনলীগের যুগ্ন আহবায়ক মোঃ জয়নাল হোসেন রিপন, কবির আহমেদ, আঃ ছালাম, শ্রী মিহির পাল, জুনাক আহমেদ, মোঃ সুহেল মিয়া, মুসা তালুকদার, আঃ মালেক, মোঃ জমিস উদ্দিন, শ্রী নারায়ন চন্দ্র সরকার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, গাজীপুর ইউনিয়ন তরুনলীগ আহবায়ক আরিফ, যুগ্ন আহবায়ক আফরাজ মিয়া, আহাম্মদাবাদ ইউনিয়ন তরুনলীগ আহবায়ক স্বপন সাই, যুগ্ন-আহবায়ক স্বপন আহমেদ, দেওরগাছ ইউনিয়ন তরুনলীগ আহবায়ক আপেল মাহমুদ, যুগ্ন-আহবায়ক মোঃ জসিম উদ্দিন, পাইকপাড়া ইউনিয়ন তরুনলীগ নেতা পিনম, শানখলা ইউনিয়ন তরুনলীগ আহবায়ক মোঃ আশিক মিয়া, সদর ইউনিয়ন তরুনলীগ যুগ্ন আহবায়ক মোঃ কুতুব উদ্দিন, উবাহাটা ইউনিয়ন তরুনলীগ আহবায়ক ফয়সল আহমেদ রুহেল, যুগ্ন-আহবায়ক কামরুল হাসান লিংকন, যুগ্ন-আহবায়ক শাহ মিজানুর রহমান, ইউনিয়ন সাটিয়াজুরী তরুনলীগ আহবায়ক জাবেদ, রানীাগাও ইউনিয়ন তরুনলীগ আহবায়ক মমিন, যুগ্ন আহবায়ক রিয়াজ, মিরাশী ইউনিয়ন তরুনলীগ আহবায়ক আজিজ।
সভায় শুরুতে জেলা তরুনলীগ যুগ্ন আহবায়ক আহাম্মদ আলীকে প্রথমে উপজেলা তরুনলীগ নের্তৃবৃন্দ ও পরে পর্যাক্রমে ১০টি ইউনিয়ন তরুনলীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।