হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া বর্তমান সরকারের অঙ্গীকার।
এ অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে সকল গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
আপনারা ভোট দিয়ে আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কারণ আওয়ামী লীগ সবসময় দেশের মঙ্গল, জনগণের মঙ্গলের কথা চিন্তা করেছে।
আজ আপনারা বিদ্যুৎ সংযোগ পেয়ে যতটা খুশি হয়েছেন, সংযোগ দিতে পেরে তারও বেশি খুশি হয়েছি আমি। ভবিষ্যতেও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
মঙ্গলবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার বড়ইউড়ি, দীঘলবাক ও আনন্দপুর গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ রুকুনুজ্জামান রুকুর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ শেবুল আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, এপিপি এডভোকেট আবুল কালাম, জেলা যুব পরিষদ সভাপতি নজরুল ইসলাম শামীম, জেলা যুবলীগ নেতা মোঃ জাহির আহমেদ, আওয়ামী লীগ নেতা মোঃ আক্তার হোসেন, শেখ আব্দুল মালেক, আব্দুল মালেক, আব্দুর রহিম, আব্দুর রেজ্জাক, জালাল মেম্বার, ইউনুছ মেম্বার, মাওলানা সিদ্দিকুর রহমান, মোঃ জাহির আহমেদ প্রমুখ।
উল্লেখ্য- হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ৫৭ লাখ ৭ হাজার ২শ’ টাকা ব্যয়ে উল্লিখিত গ্রামগুলোতে ৫ কিলোমিটার লাইন স্থাপন করে ৩১০টি মিটার সংযোগ দেয়া হয়েছে।