দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জ সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেইটে সিলেট গামী সবজি ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৮৩২০) দাড়ানো প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-২৫-৫৫৬২) চাপা দিলে কাজী তাজুল ইসলাম ফারুক(৬০) নিহত হন ।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নছরতপুর গেইটে এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, এরিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক ৫ ঘন্টা অবরোধ ছিল।বিক্ষুব্ধ লোকজন ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রাখে।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল প্রেরন করে। উনার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেপার্ড করেন।
ঢাকা নেওয়ার পথে সকাল ৮টায় ভৈরব নামক স্থানে পৌছলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উনার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন ঢাকা সিলেট মহাসড়কে গাছ ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রেখেছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।