বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে গতকাল রবিবার মো. সুলতান সরকার এর সম্পাদনায় ‘বাসিয়া নদীর তীরে’ প্রকাশনা অনুষ্ঠান উপজেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠক শংকর বিশ্বাস রায়ের সভাপতিত্বে ও ফয়জুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক আলতাব হোসেন। প্রকাশনার মোড়ক উম্মোচন করে বিশিষ্ট গীতিকার শাহ খোয়াজ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. রফিক মিয়া, গয়াছ খান, বাবুল খান, তাজুল ইসলাম, রফিক আলী, জয়নাল মিয়া, রুহেল মিয়া প্রমুখ।
প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় এতে বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।