বদরুল আলম চৌধুরী,এক অনারম্বর, জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীগঞ্জে স্যাটেলাইট টিভি চ্যানেল, মিলিনিয়াম টিভির দ্বিতীয় বর্ষ পূর্তি পালিত হয়েছে।
গতকাল নভেম্বর রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌরশহরের শেরপুর রোডস্থ একটি বাসায় নবীগঞ্জের আলোকিত লেখক বিশিষ্ট কবি ও গবেষক আফতাব আল মাহমুদ তনয়া হিরো ও
মিসমিস কর্তৃক কেক কাটা ও মোমববাতি প্রজ্বলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও গবেষক আফতাব আল মাহমুদ।
তরুণ কবি ও ছড়াকার এসএম সাজ্জাদের পরিচালনায় মিলিনিয়াম টিভির নবীগঞ্জ প্রতিনিধি আহমদুল হক এর স্বাগত বক্তব্যের পর আলোচনায় বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের প্রভাষক বিশিষ্ট কবি ও সাংবাদিক আলাউর রহমান, পোয়েটস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি সাংবাদিক নিলুপা ইসলাম নিলু, দিগন্ত সাহিত্য পরিষদের সভাপতি কবি সাংবাদিক কাজী শাহেদ বিন জাফর, বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাসিক নবীগঞ্জ দর্পণের সম্পাদক তরুণ কবি ও গবেষক এম.শহিদুজ্জামান চৌধুরী,মহাকাল গড় বার্তা সম্পাদক এসএমএ হাসনাত, জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী শামীম, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ লেখক পরিষদের সভাপতি কবি মাওলানা ইব্রাহীম ইউসুফ, নবীগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি কন্ঠশিল্পী বিন্দু সূত্রধর, ডেবনা সাহিত্য ফোরামের সভাপতি কবি কয়েস আহমদ মাহদি, বিবিয়ানা সাহিত্য পরিষদের সহ কোষাধ্যক্ষ কবি কামরুল হাসান, পাঠাগার সম্পাদক কবি শুয়াইব আহমদ শিবলু, প্রচার সম্পাদক কবি আব্দুল মুকিত প্রমুখ।