চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : এ জেড টি কিন্ডার গার্টেন, সিকান্দরপুর, চুনারুঘাট এর অদ্য মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ অনুষ্ঠানে গত ০৩ মাসে কিন্ডার গার্টেন সার্বিক উন্নতি, অগ্রগতি এবং লেখাপড়ার মান ও ২য় সাময়িক পরীক্ষার লিখিত খাতা পর্যালোচনা করা হয়।
উক্ত সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহেদ তরফদার।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আবুল হাসেম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার কাগাপাশা সরাকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ পারভেজ চৌধুরী, কৃষি অফিসার সৈয়দ সাইদুর রহমান শোহাদ ।
এছাড়া আলোচনা সভায় অংশগ্রহন করেন সহকারী সহকারী শিক্ষিকা মোছাঃ খাইরুন্নেছা তরফদার, সহকারী শিক্ষকা সোমা আক্তার, অভিভাবক মোঃ লুৎফর রহমান, মোঃ কামরুল হাসান মোল্লা, সাজেদা বেগম, মোঃ আমির মিয়া, মোঃ টুটুল মিয়া, মিসেস ফরিদ বেগম, শ্রী রিতা রানী, মোছাঃ মজিদা বেগমসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানসম্মত ও যুগপোযোগী শিক্ষা প্রদানের ক্ষোত্রে এ জেড টি কিন্ডার গার্টেন পাঠদান পদ্ধত্তি অত্যান্ত যোগপযোগী । তিনি আরও বলেন ছাত্র/ছাত্রীদের মননমীল ও সৃজনশীল জ্ঞান বিকাশে অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।
মা সমাবেশের সার্বিক তত্তবধানে ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন এ কে এম নুরুজ্জামান তরফদার স্বপন । সমাবেশ শেষে এ জেড টি কিন্ডার গার্টেন এর ব্যবস্থাপনায় চা-চক্র পরিবেশন করা হয়।