এম এ আই সজিব ॥ আবারো ডিবি পুলিশের বিশেষ অভিযান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই সুদ্বীপ রায় নেতৃত্বে ডিবি পুলিশের একদল সকাল সাড়ে ১১ টার দিকে বাহুবল উপজেলার লাকরিপাড়া অভিযান চালিয়ে তৌহিদ মিয়া (৩৫) নামে এক মাদক ব্যাসায়ীকে আটক করেছে। সে ফরদখলা গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র।
এসময় তার দেহ তলাশী চালিয়ে ৫২ পিচ ইয়াবায় উদ্ধার করেছে ডিবি পুলিশ।
এব্যপারে এস আই সুদ্বীপ রায় জানান, তৌহিদ মিয়া দীর্ঘ দিন ধরে এই মাদক ব্যবসার সাথে জড়িত। এত দিন ধরে সে আতœগোপনে থেকে মাদক ব্যবসা করছিল।