চুনারুঘাট প্রতিনিধি ॥ চনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন স্থানের দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছেন সদর ইউনিয়নরে চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।
গতকাল রোববার সকাল ১১টায় সদর ইউনিয়ন কার্যালয়ে তিনি এই হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জাপার সাবেক নেতা কাউসার উল গনি, তরফবার্তা’র সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি সেক্রেটারী অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, ইউপি সদস্য শওকত আলী জমাদার, আজগর আলী মেম্বার, ইউপি সদস্য ছায়েব আলী, আব্দুল ওয়াহেদ, খাইরুল আলম, ইউপি সদস্য সুফিয়া খাতুন, ফেরদৌস চৌধুরী স্বপন, মোঃ তোয়েল মিয়া, ইমদাদুল হক বাবুল ও বিল্লাল আহমেদ প্রমুখ।