চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ তফসিল ঘোষণা কিংবা নির্বাচনের তারিখ নির্ধারণ না হলেও আসন্ন ইউনিয়ন পরিষদ নিবাচনকে সামনে রেখে চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে ৯নং রানীগাঁও ইউনিয়ন। আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইতিমধ্যে নিজেদের মতো প্রচারণায় নেমেছেন।
সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও পেস্টুনে ছেয়ে গেছে গ্রাম, হাট বাজার ও সড়কের পাশ। মূলত গত ঈদুল ফিতর, ঈদুল আযহা ও শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের পদচারণা, কুশল ও শুভেচ্ছা বিনিময় এবং তোরণ নির্মাণ লক্ষণীয়। সম্ভাব্য অধিকাংশ প্রার্থীরা দলীয় মনোনয়ন লাভের আশায় উপজেলা ও জেলা পর্যায়ে শীর্ষনেতাদের সঙ্গে যোগাযোগ ও দেখা সাক্ষাৎ আগের তুলনায় যোগাযোগ বাড়িয়েছেন বলে মনে হচ্ছে।
আসন্ন ৯নং রানীগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা ৭ জন। বর্তমান চেয়ারম্যান আবু সালেহ শফিকুর রহমান ও সাবেক চেয়ারম্যান নূরুল মোনিম চৌধুরী আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এটা পুরোপুরি নিশ্চিত।
চেয়ারম্যান পদে সম্ভাব্য অন্যান্য প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আনিস আলী, উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা মাওঃ রফিকুল ইসলাম, রানীগাঁও জাতীয় পার্টির নেতা এড. হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন।
বর্তমান চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান দুই বারের নির্বাচিত। তিনি সাবেক জামায়ত নেতা বর্তমান রাণীগাও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মনোনয়নে প্রার্থী হবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান নূরুল মোনিম চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ আহমেদ চৌধুরীর ভাই। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফারুক মাহমুদ রানীগাও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের সেক্রেটারী, চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী, চুনারুঘাট প্রেসক্লাবের সদস্য, চুনারুঘাট থানা কমিউনিটি পুলিশিং প্রচার সম্পাদক।
তিনি রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগের সংগঠক। ফারুক মাহমুদ রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বর্তমান আওয়ামীলীগ নেতা এবং চুনারুঘাট উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ মাসুক মিয়ার ছোট ভাই। আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী আনিস আলী সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এবং তিনি এ ইউনিয়নে আরও দুই বার চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। হুমায়ুন কবীর স্থানীয় জাতীয় পার্টির নেতা। মাওঃ রফিকুল ইসলাম ইসলামী ফ্রন্টের নেতা তিনি গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে তিনি এখনও চুনারুঘাট পৌরসভার ভোটার। রানীগাঁও ইউনিয়নে নির্বাচন করার স্বার্থে তিনি তার ভোট স্থানান্তর করার চেষ্টা চলছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৯নং রানীগাঁও ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৪শ’ ২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪শ’ ৬৩ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৯শ’ ৫৯ জন। দলীয় প্রতীকে নির্বাচন হলে অবশেষে কে হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী এবং কে হবেন ৯নং রানীগাঁও ইউনিয়নের চেয়ারম্যান এ মূহুর্তে বলা মুশকিল।