এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামের হাফেজ আবু তাহেরের (৪০) বিরুদ্ধে স্ত্রী হোসনা আক্তারকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে। হোসনা আক্তার আবু তাহেরের ২য় স্ত্রী। এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্বামী আবু তাহেরকে আটক ও করেছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানা পুলিশ হোসনা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উচাইল চারিনাও গ্রামের হাফেজ আবু তাহেরের সঙ্গে জমি জমা নিয়ে একই গ্রামের মৃত মজিবুর রহমান এর পুত্র সোহেলের বিরোধ চলে আসছিলো। এরই মধ্যে শনিবার দুপুরে আবু তাহেরের স্ত্রীর মরদেহ সোহেলের ধানের জমিতে পাওয়া যায়। সোহেলের বিরুদ্ধে তার স্ত্রী হত্যার অভিযোগ তুলে মরদেহের বিষয়ে আবু তাহের থানায় জানায়। পরে, পুলিশ ঘটনাস্থলে না যাওয়ায় সন্ধ্যায় আবু তাহের নিজেই মরদেহ নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। পরে মরদেহ হাসপাতালে রেখে থানায় মামলা করতে যান তাহের।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, আবু তাহের থানা মামলা করতে আসলে এ সময় তার কথা-বার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাধের জন্য আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের আটক করতে পুলিশ উচাইল চারিনাও গ্রামে অভিযান চালাচ্ছে।