চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজার হযরত সৈয়দ শাহ্ নাসির উদ্দিন সিপাহসালার (রঃ) পূর্ব পশ্চিম রওজা, হযরত সৈয়দ শাহ্ বন্দেগী (রঃ), হযরত সৈয়দ শাহ্ কুতুবুল আউলিয়া (রঃ) গং ১২০ আউলিয়া গনের রওজা মোবারক মহাসম্মানের সহিত বিদ্যামান আছে। প্রতি বছরের ন্যায় এবারও আগামী ১৩, ১৪ ও ১৫ ইং জানুয়ারী বাৎসরিক পবিত্র ওরশ মোবারক ঐতিহাসিক মুড়ারবন্দ দরগাহ শরিফে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তুু পবিত্র ওরশ মোবারক হওয়ার পূর্বেই কিছু প্রতারক প্রধান মোতাওয়াল্লী বা খাদেম সেজে ঢাকাসহ সিলেটের বিভিন্ন স্থানে ওরশ পালনের জন্য দাওয়াতনামা, লিফলেট, টাকা পয়সা উত্তোলন করার জন্য রশিদ বই দিয়ে টাকা আদায়সহ ইত্যাদি করছে । এদের পরিচিতর জন্য প্রধান মোতাওয়াল্লী বা খাদেমের ভিজিটিং কার্ড পর্যন্ত দিয়ে আসছে আপাময় লোকজনের হাতে। এই সব প্রতারক টাকা এনে পবিত্র ওরশ মোবরকে না লাগিয়ে নিজেরাই খরচ করে ফেলে। এটা তাদের দরগাহ কতৃপক্ষ কোন অনুমতি দেয়নি। এ বিষয়ে সর্তক থাকার জন্য আহবান জানিয়েছেন মুড়ারবন্দ দরগাহ শরিফের কতৃপক্ষ। কোন ব্যক্তি দান করলে সরাসরি দরগাহ শরিফের কতৃপক্ষের হাতে পৌছে দিন। হযরত সৈয়দ কুতুবুল আউলিয়া গং ওয়াকফ এসেষ্ট মুড়ারবন্দ দরগাহ শরিফের দায়িত্ব প্রাপ্ত মোতায়াল্লী পীরজাদা সৈয়দ কবির আহমদ চিশ্তী (ই.সি নং-১৪৬৫৫) মোবাইল-০১৭১৭৪৮১৬৮৩।