চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাণীকোট বাজারে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরে তারা দোকান ঘরটি দখল করে নিয়েছে। এসময় দোকানের মালিক কামাল মিয়া বাধা দিলে তাকে মারধর করে আহত করে। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার রাণীকোট বাজারে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাণীরকোট গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে মোঃ কামাল মিয়া ২০০৪ সালে তার পিতার কাছ থেকে ১৮০৫ নং দলিল মূলে ৮ শতক জমি ক্রয় করেন। ওই জমিতে তিনি ২টি দোকান পাকা ও ২টি দোকান আধা পাকা তৈরী করে ভাড়া দেন। ভাড়াটিয়া হানিফ ফার্নিচারের ও শফিক চায়ের দোকান নিয়ে জীবন যাপন করছেন। এরই মধ্যে স্থানীয় জনৈক ফালু মিয়া ওই জমিতে তার অংশ রয়েছে বলে স্থানীয়ভাবে প্রভাবশালী লোকজনের কাছে ধর্না দেয় ।
এনিয়ে দ’ুপক্ষেরে মাধ্য জমির মালিকানা নিয়ে মামলা হয়। মামলাগুলোর বিচারাধীন অবস্থায় স্থানীয় প্রভাবশালী লোক ছিদ্দিক, জলফু, লালসহ ২০/২৫ জন লোকজন দেশীয় অস্ত্র দিয়ে দোকানের ভাড়াটিয়াকে ভয়ভীতি দেখিয়ে লুটপাট চালায় এবং জমিটি দখল করে নেয়। চুনারুঘাট থানার দারোগা সুদীপ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় আদালতে মামলা রয়েছে। কাগজপত্র যাচাই বাচাই চলছে প্রকৃত দোষী আদালত দেখবেন। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়ে।