মোযযাম্মিল মাছুমী, ছাতিয়াইন, মাধবপুর।। ঢাকা-সিলেট মহা সড়কের মাধবপুরের রতনপুর বিশ্বরোড থেকে ফান্দাউক যাওয়ার রাস্তা ও ব্রীজের সংস্কার না হওয়ায় হাজার হাজার যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
যাত্রীদের সময় লাগছে দ্বীগুন ছোটখাট দূর্ঘটনা শিকার হচ্ছে প্রতিনিয়ত। প্রতিদিন ছোট বড় বাস ও মালবাহী ট্রাক চলাচলের কারণে রাস্তার ও ব্রীজের এই পরিনতি হয়েছে বলে এলাবসীর দাবী। সময় কমিয়ে আনার জন্য দূর পাল্লার গাড়ীগুুলি মহাসড়কে না গিয়ে এই রাস্তায় চলাচল করছে, কারণ রতনপুর বিশ্বরোড থেকে ফান্দাউক ও নাসিরনগর হয়ে সরাইল বিশ্বরোডে যাওয়ার জন্য এই সড়কটি যাত্রী ও ব্যবসায়ীরা ব্যবহার করছে।
কিন্তু সংস্কার না হওয়া এই রাস্তাটিতে প্রায় ১১ ব্রীজ রয়েছে যার পুরাতন ব্রীজগুলির অনেকটাই ঝুকিপূর্ণ, বড় ধরনের দূর্ঘটনা না ঘটলেও কখন যে কি হয় এ নিয়ে যাত্রী ও এলাবসীর মধ্যে আতংক বিরাজ করছে। বার বার সংস্কারের কথা বলে কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ এনে কোন রকম জোড়াতালি দিয়ে সরকারের কেটি কোটি টাকা হরিলুট করে পকেট গরম করছে টিকাদার প্রতিষ্ঠান গুলি। নিম্নমানের মালমাল দিয়ে রাস্তা সংস্কারের কারণে কিছু দিন যেতে না যেতেই বড় বড় ফাটল ও গর্ত দেখা দিচ্ছে রাস্তার অনেক জায়গায়।
তাই এই বেহাল অবস্থা থেকে উত্তোরণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী। ছবিতে শিমূলঘর গ্রাম দিয়ে যাওয়া ব্রীজটির অবস্থা খুবই ভয়ানক।