সিলেট প্রতিনিধি : সিলেটের কোম্পানিগঞ্জের দুলাইন বিল দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে দুইজন নিহত হয়েছেন। এরা হলেন-সিলেটের কোম্পানিগঞ্জের বতুমারা গ্রামের আব্দুল খালেক(৫০)ও শেখ ফরিদ(৪৮)। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) জানান, বিল দখল নিয়ে প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে শেখ ফরিদের মৃতদেহ প্রতিপক্ষের লোকজন নিয়ে গেছে। তা উদ্ধারের চেষ্টা চলছে। আব্দুল খালেকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।