নিজস্ব প্রতিনিধি : ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর ও সাটিয়াজুরী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থান থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার দুপুর ১২ টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন, ‘ট্রেনের নিচে কাটা পড়ে এ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আমাদের প্রাথমিক ধারণা। ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’