নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে অবস্থিত সেলফ ডিফেন্স মার্শাল আর্ট একাডেমীর উদ্যোগে কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে এই বেল্ট বিতরণ করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী।
সেলফ ডিফেন্স মার্শাল আর্ট একাডেমির সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা যুবলীগ নেতা ও গোপায়া ইউনিয়নের চেয়াম্যান প্রার্থী জাহির আহম্মেদ।
বক্তব্য রাখেন মেম্বার আব্দুল মালেক , সালেহ আহমেদ চৌধুরী ও প্রশিক্ষক হামিদ রানা।
এ উপলক্ষে একাডেমীর প্রশিক্ষণার্থীরা আকর্ষনীয় শারিরিক কসরত প্রদর্শন করেন। জেলা যুবলীগ নেতা জাহির আহম্মেদ একাডেমীর জন্য ১০ হাজার টাকা অনুদান ঘোষনা করেন।