চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহেরকে উপজেলা উবাহাটা ইউনিয়নের মাধবপুর হাজী জুবেদা সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দের উদ্যোগে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৩টায় উপজেলার মাধবপুর হাজী জুবেদা সুন্নীয়া দাখিল মাদ্রাসার মাঠে সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আকবর আলী’র সভাপতিত্বে ও উবাহাটা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রভাষক আলহাজ্ব আব্দুর রউফ এবং ফজলুল হক মাষ্টারের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উবাহাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আকবর আলী, চান্দ আলী মেম্বার, হবিগঞ্জ শচীন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোঃ শাহ আলম, মিরাশী ইউনিয়ন অওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী আলতা মিয়া, সাধারণ সম্পাদক আঃ ছামাদ মাষ্টার, উবাহাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল মেম্বার, সেক্রেটারী আসাদুজ্জামান রুবেল, সদর ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী আফসার মিয়া।
অন্যন্যদের বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সুপার আলহাজ্ব উবাইদুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মোঃ কাউছার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ছুরাব আলী, গ্রামবাসীর পক্ষের আলহাজ্ব আইয়ূব আলী, মোঃ দিদার আলী, মোঃ আঃ রশিদ ও আঃ রাজ্জাক প্রমুখ। শুরুতে প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে বরণ করেন মাধবপুর হাজী জুবেদা সুন্নীয়া দাখিল মাদ্রাসার ও মাধবপুর গ্রামবাসীরা।