শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে হাত-পা বাঁধা যুবককে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকাগামী জয়েন্তিকা ট্রেনের ছাদ থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে। সে বানিয়াচং উপজলার রত্না গ্রামের কাকলী দাসের ছেলে প্রদীপ দাস (২৫)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বিষটি নিশ্চিত করেছেন।
এসময় ট্রেনের ছাদ থেকে ৭ শিশু-কিশোরকে আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নামপরিচয়হীন অজ্ঞান অবস্থায় ট্রেনের ছাদ থেকে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।