বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় রশিদপুর চা-বাগান শ্রমিক প্রমিলা চাষী হত্যা মামলায় জড়িত প্রেমা চাষাকে গ্রেফতার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শ্রীমঙ্গলের বরমা ছড়া চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত দূর্গাপূজার আগে প্রমিলা রানী ও পদ্মা রাণীর পক্ষের লোকজনের পূর্ব বিরোধের জের ধরে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় গণমান্য ব্যক্তিগণ আপোষে মীমাংসার চেষ্টা চালায়। পরে বিষয়টি মিমাংসা না হওয়ায় উভয়পক্ষের মাঝে চরম অন্তর্দ্বন্ধ চলতে থাকে।
গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে বাগান পঞ্চায়েত এক জরুরী বৈঠকে মিলিত হন। বৈঠকের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের মাঝে আবারও উত্তেজনা দেখা দিলে প্রেমা চাষা প্রমিলা রানীকে স্বজোড়ে লাথি মারে।
তাৎক্ষনিক প্রমিলা চাষী মাটিতে লুটে পড়লে স্থানীয়রা তাকে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এ ঘটনায় প্রমিলা চাষীর পুত্র বিমল চাষা বাদী হয়ে পদ্মা পাল ও তার মেয়ের জামাতা প্রেমা চাষাকে আসামী করে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন।