এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের দক্ষিণ পৈল এলাকার ২ ধান ব্যবসায়ী আশুগঞ্জে ধান বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞন পার্টির কবলে পড়ে সর্বস্য খুয়ে এখন মৃত্যু পথযাত্রী।
অজ্ঞান পার্টির কবলে পরা দু-জন হল ঃ- হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম পৈল এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে আব্দুল জব্বার মিয়া (৪০) এবং একই এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে হাজিম উদ্দিন (৩৫)।
হাসপাতাল ও আতœীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ১৮০ মণ ধান নিয়ে বিক্রি করার জন্য আশুগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন ঐ দুই ব্যবসায়ী।
ধান বিক্রি করে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠার সময়ও ফোনে আলাপ করেন আব্দুল জব্বার তার পরিবারের সাথে। কিন্তু এর পর থেকেই আর কোনো খবর তাদেও পাওয়া যায়নি। গতকাল বিকালে শায়েস্থাগঞ্জের নতুন ব্রীজ এলাকার একজন তাদেও এই অজ্ঞান অবস্থা দেখে তাদেও শরীর চেক করে ১টি ফোন নম্বার পান।
তিনি ঐ নাম্বারে ফোন দিলে জব্বার মিয়ার ভাগ্নে রুমেল ফোন ধরে, তখন তিনি তাদের এই অবস্থার কথা তাকে বলেন। রুমেল মৌলবীবাজারে প্রাণ কোঃ এস আর পদে চাকরী করে। সে সাথে সাথে জব্বার মিয়ার বাড়িতে ফোন করে এই কথা বললে তার পরিবার নতুন ব্রিজ গিয়ে তাদেও দু-জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।
উল্লেখ্য, ধান বিক্রি শেষে ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারান তারা। তাদের দু-জনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।