নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের বস্তার বাড়িতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক সম্রাট জামাল মিয়া (৩৫) কে আটক করেছে পুলিশ। সে মহলুল সুনাম বস্তার বাড়ি গ্রামের মৃত মেন্দি হোসেনের পুত্র।
গতকাল বৃহস্পতিবার বিকালে ডিবির এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জামালকে আটক করে।
এসময় তার বোন মাদক সমাজ্ঞী হেলেনা খাতুন (৪০) পালিয়ে যায়। জামালের দেহ তল্লাশী করে লুঙ্গির প্যাচ থেকে ২০ পিচ যৌন উত্তেজক ইয়াবা উদ্ধার করা হয়। সে জানায় হেলেনা তাকে দিয়ে এসব মাদক বিক্রি করায়।
উল্লেখ্য ,শায়েস্তাগঞ্জ বস্তার বাড়ি ইয়বা ব্যবসার ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে। এমন কি ইয়বার পাশাপাশি ফেনসিডিল,গাঁজার ব্যবসা জমজমাট চলছে বলে খবর পাওয়া গেছে। আর এ ব্যবসা চলছে স্থানীয় মাদক সম্রাট জামালের সার্বিক সহযোগিতায়।